প্রথম পাতা

রাজশাহী জেলাধীন্দূর্গাপুর উপজেলার অন্তর্গত ৩নং পানানগর ইউপির গোলাবাড়ী গ্রাম। অত্র এলাকায় ঘন জনবসতি ও দরিদ্র শিক্ষার আলো বঞ্চিত স্থান। অত্র গ্রামের জনসাধারণ ১৯৯৪ইং সনে বিভিন্ন দানের মাধ্যমে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করেন। বিদ্যালয়টি গত ০১-০১-১৯৯৯ সনে নিন্মমাধ্যমিক স্তরে এম,পিও ভুক্ত হওয় এবং ০১–৪-২০০১ ইং সনে মাধ্যমিক পর্যায়ে এম,পিও ভুক্তি লাভ করিয়া অদ্যবদি পর্যন্ত সুষ্ঠভাবে পরিচালিত হইয়া আসিতেছে। প্রতিষ্ঠানটি এলাকা ভিত্তিক প্রশংসার দাবিদার।