শ্রষ্ঠার দরবারে শুকরিয়া, তিনি আমাদের শিক্ষা কর্মী হওয়ার সুযোগ্ দিয়েছেন। শিক্ষা জীবন ব্যপি যা প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে অর্জিত হয়, ঘটায় সার্বিক বিকাশ। আর শিক্ষা নিয়ে শ্রেণি কার্যক্রমে শিক্ষণ-শিখণ পরিস্থিতি মোকাবেলা করেন শিক্ষক। উপাদান, কারিকুলাম এবং সিলেবাসের মাধ্যমে পৌঁছে দেন তিনি। শিক্ষার লক্ষ, উদ্দেশ্য বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর এই অত্যাধুনিক পৃথিবীতে শিক্ষকের ভূমিকাও পরিবর্তন হয়েছে। জ্ঞান দক্ষতা সমৃদ্ধ শিক্ষক এ দেশের শিক্ষার বাগানে ফোটাক বিজ্ঞান প্রযুক্তি নির্ভর তেজি ফুল। বিশ্বায়নের আলোয় আলোকিত হক আমাদের এ প্রিয় দেশ। সবার জন্য আমার শুভ কামনা।
প্রধান শিক্ষক
গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়।
দূর্গাপুর, রাজশাহী।