পালিত হলো জাতীয় শোক দিবস -২০১৯

যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হলো জাতীয় শোক দিবস ২০১৯। আলোচনায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ র‍্যলি সহ আলোচনা ও দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

পালিত হলো জাতীয় শোক দিবস ২০১৮

গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, পরিচালনা কমিটি , শিক্ষার্থীদের নিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়। সকাল ৮ টায় জাতীয় পতাকা অর্দ্ধনির্মিত করে দিনের  কর্মসূচী শুরু করা হয়। দিবসটির বিশেষ তাৎপর্য তুলে ধরে বিভিন্ন আলোচনার মাধ্যমে বক্তব্য পেশ করা হয়।

প্রধান শিক্ষক

গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়

দূর্গাপুর, রাজশাহী।

স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তোরণে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

আজ ২২মার্চ ২০১৮ ইংরেজি স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তোরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষ্যে পালিত হলো “আনন্দ র‍্যালি ও আলোচনা সভা”।

প্রধান শিক্ষক

গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়

দূর্গাপুর, রাজশাহী।

 

স্টুডেন্টস ক্যাবিনেট ২০১৮ ইংরেজি এর ফলাফল।

স্টুডেন্টস কেবিনেট নির্বাচন ২০১৮ ইংরেজি।

নির্বাচিত প্রার্থীদের তালিকা

গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়

উপজেলা-দূর্গাপুর জেলা- রাজশাহী।

শ্রেণি নির্বাচিত প্রার্থীর নাম শাখা রোল নম্বর প্রাপ্ত ভোট মন্তব্য
৬ষ্ঠ মোঃ সামিউল ২৪ ৬৭  
       
৭ম মোঃ ফিরোজ আহম্মেদ ১৩ ৭০  
       
৮ম মোঃ আরিফ হোসেন ১৪ ৬৬  
ফাহমিদা খাতুন ৩০ ৬৫  
৯ম আতিকুর রাহমান ০২ ৬৮  
সাথী রাণী ১০ ৬৫  
১০ম স্বপ্না রাণী ০৭ ৭৩  
তারেক রাহমান ১৮ ৬৩  

 

প্রধান শিক্ষক

গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়

দূর্গাপুর, রাজশাহী।

মা সমাবেশ

প্রধান শিক্ষকের বাণী

সর্বজন স্বীকৃত ‘শিক্ষা জাতির মেরুদন্ড’। শিক্ষা যদি জাতির মেরুদন্ড হয়, তবে শিক্ষক হলেন সে মেরুদন্ড বিশেষজ্ঞ। তাই, কোমল মতি শিক্ষার্থীর জ্ঞানের পরিসরকে প্রসারিত করতে শিক্ষকের শ্রম, মেধা এবং আন্তরিকতার শেষ নেই। তেমনি, শেষ নেই অভিভাবকগনের, বিশেষ করে মায়েদের।। অদ্য ০৮ অক্টোবর ২০১৭ ইংরেজি তারিখ অত্র বিদ্যালয়ে শিক্ষার্থীর শারীরিক, মানুষিক এবং পারিবারিক অবস্থা সহ এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হলো । আজকের এই মা সমাবেশের সভাপতি ছিলেন অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব মোঃ আবুল হাসান। সভাটিতে শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থী মাতা বক্তব্য পেশ করেন। তাঁদের সু-চিন্তিত মতামত সহ শিক্ষার মান উন্নয়নে সার্বিক আলোচনা উঠে আসে।

প্রধান শিক্ষক

(মোঃ জিল্লুর রহমান)

গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়

দূর্গাপুর, রাজশাহী।

ঈদুল-আযহা উপলক্ষ্যে ছুটি

পবিত্র ঈদুল-আযহা উপলক্ষ্যে আগামী ৩০/০৮/২০১৭ ইংরেজি তারিখ হতে ০৯/০৯/২০১৭ ইংরেজি তারিখ পর্যন্ত বিদ্যালয়ের পাঠদান কর্মসূচী বন্ধ থাকবে। আগামী ১০/০৯/২০১৭ ইংরেজি তারিখ রোজ রবিবার  সকাল ১০ ঘটিকা হতে যথানিয়মে বিদ্যালয়ের পাঠদান কর্মসূচী সহ অন্যান্য কার্যক্রম চলবে।

ইহা সকলের অবগতীর জন্য প্রেরিত হলো।

আদেশক্রমে-

প্রধান শিক্ষক,

মোঃ জিল্লুর রহমান

গোলাবাড়ী উচ্চবিদ্যালয়।

দূর্গাপুর, রাজশাহী।

 

পালিত হলো “জাতীয় শোক দিবস”

আমরা গভীর ভাবে শোকাহত। এবং একই সঙ্গে নিন্দা জ্ঞাপন করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার বর্গের সদস্যদের নির্মমভাবে হত্যা করে যারা রাষ্টীয় ক্ষমতা দখল করে এখনো দেশের উন্নয়ন কর্মকান্ডে বাঁধা প্রদান করে যাচ্ছে। জাতীর জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার বর্গের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে আমরা তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সুখি, সমৃদ্ধশালী পরিচ্ছন্ন একটি দেশ গড়ার সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছি।

জাতীয় শোক দিবস পালন

এতদ্বারা অত্র বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষক কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৫-০৮-২০১৬ ইংরেজি তারিখ রোজ সোমবার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে “জাতীয় শোক দিবস”-এর নিন্ম লিখিত কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

দিনের কর্মসূচীঃ

১। সকাল ০৭ টা- যথাযথ ভাবে (অর্ধনির্মিত) পতাকা উত্তোলন।

২। সকাল ০৯ টা-জাতির পিতা “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম আলোচনা।”

০৩। বিকাল ০৩টা-“বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শিরোনামে রচনা প্রতিযোগিতা।

প্রধান শিক্ষক

(মোঃ জিল্লুর রহমান)

গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়

দূর্গাপুর, রাজশাহী।

মানব বন্ধন

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জেগেছে বাংলাদেশ। জেগেছে শান্তি প্রিয় মানুষ, স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী। “সন্ত্রাস নয়, শান্তি চাই। শংকামুক্ত জীবন চাই।” স্লোগানে স্লোগানে গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ। ।